আর কোনোদিনও বলিবো না হায়
সখি মোর মনে মেখো অঞ্জলি।।
নীরবও প্রহর সেথা স্বর্ণ কপাট
তিমিরে ঝরিলো কত আঁখি।।


কেউ দেখিলোনা কেউ জানিলোনা।।
ভাঙিলো কল্লোলে কত তীর;
নীলচে আঁধারে উড়িলো কত ছাই
গোপনও অনুরাগ অহর্নিশ!


শেষের কথা আমি বলি কি করে
স্মৃতিগুলো যেন আজও করে বঞ্চনা
সুখ পাখি ফুলে ফেঁপে
ঝরে ঝরে পড়ে বেয়ে সরলও আঁখি।


প্রলয় দেবতার যদি দেখা মেলে হায়
বলিতাম তারে শত বঞ্চনা;
এ মোর নিয়তি কোন সে হেলায়
বেলার পরে পড়ে ঝাপসা বেলায়।।


আশায় বিষাদ কুড়োয় আজ দু'হাতে
আর কোনোদিনও বলিবো না হায়
সখি মোর মনে মেখো অঞ্জলি।।