সংগীতের এক সাধক-পুরুষ পণ্ডিত রামকানাই
বৃন্দাবনে রাধার কুঞ্জে (তিনি) সুরেরও কানাই।


যাত্রা, কবি, মালজোড়া আর ধামাইল গানের সুর
কণ্ঠে নিয়ে ছড়ান আলো, আঁধার করেন দূর
বাংলা জুড়ে বাজিয়ে গেলে (আহা) ভোরের শানাই।


মুক্তা-মানিক এনেছিলেন সুরে সাগর সেঁচে
গাঁও-গেরামের গানেই তিনি আছেন আজো বেঁচে
বঙ্গভাষী সবাই তারে (তাই) প্রণতি জানাই।