পাগল তোমার নিজের বাড়ি, আর কতকাল থাকবে সুদূর--
একই গাঁয়ের পথিক এসে পায় না খুঁজে সারা দুপুর॥


অধীন বেড়ায় তোমায় খুঁজে
কে পারে তা নিতে বুঝে
কেমনে বলি মনের কথা, কেবল বেরোয় বেসুরো সুর॥


চলছি পথে একলা আমি
জানি না এ কী পাগলামি
পথের শেষে কেউ কি আছে গলায় মালা, পায়ে নূপুর??


আমি বেড়াই যার তালাশে
সে আছে কি আশেপাশে?
কখন জানি শুনব বাণী, কণ্ঠে তারই সুর সুমধুর!!