পাব না জেনেও আমি বাড়িয়েছি হাত
প্রেম তো হৃদয়-কাটা শাঁখের করাত॥


কী ভেবে যে কী আগুনে, জানি না কখন
কী আশায় কোন লোভে পুড়িয়েছি মন
ভালবাসা মানে জানি সলিল স্বখাত॥


এ-জীবনে মনে হয় কত কী যে ভুল
বৃথাই বেঁধেছি কষে এলোমেলো চুল
যা কিছু চেয়েছি পেতে-- হয়েছে বেহাত॥


এ হৃদয় না-ই নিলে, না-ই দিলে মন
ভালবেসে যাব তবু সারাটি জীবন
একাকী তোমায় ভেবে মরি দিন-রাত॥