নিজের বলতে নাই রে কিছু সঁপেছি তাঁর রাঙা পায়
হৃদয়-জুড়ে কেবল শ্যামা, তারই সুর যে শোনা যায়॥


শ্যামা বলে যতই ডাকি, শ্যামা কি ডাক শোনে
সে আছে তো তার জগতে একলা ঘরের কোণে
তারে ছাড়া মুক্তি তো নাই, পড়ছি এখন বিষম দায়॥


রুদ্র-চণ্ডী সেই কালিকা, আঁধার করে দূর
তার করুণায় জীবন আমার হলো যে মধুর।


কোন্ গুণে আজ পাবো তারে, কেমনে যাবো পারে
তারে ছাড়া গোটা জীবন কাটলো অন্ধকারে।
শ্যামা-নামেই ভবনদী পাড়ি দেব ভাঙা নায়॥