ঢালুয়া খোঁপাত মনটা যে মোর
বান্দা পড়ি আচে।
তোক কাছত না পানু এ মন
কেমন করি বাঁচে!!


মাথত দিচিস হলুদ গেন্দা
কানোত সাদা দুল
কপালে লাল টিপ দিচিস আর
নাকোতে নাকফুল
ঠোঁটত রঙের ঝিলিক দেখি
মোর এ পরান নাচে॥


হাতত দিচিস সোনার কাঁকন
পায়ত রুপার মল
অঙ্গে ভাবের ঢেউ বইয়া যায়
মন করে ঝলমল
কেমন করি এলা মুই হায়
যাইম রে তোর কাছে?


চোখত ভালবাসার কাজল
গলাত গানের হার
এমন সুন্দর মুখের গড়ন
কোনঠে পাইমো আর
মুই একেলা ক্যাঙ্কা বাঁচিম
পুড়ছু প্রেমের আঁচে॥