বৃষ্টি যখন আকাশ থেকে নামে
তোমার খবর পাই তখনই ভাঁজ করা নীল খামে॥


ছোট্টবেলার জল-থইথই মাঠে
আজও যদি বৃষ্টি মেখে আমার দুপুর কাটে
দোষ কি বলো, এই ভোলামন সেথায় যদি থামে!


সেই ভেজা পথ আর পাবো না ফিরে
জলের নাচন দেখব না আর বসে নদীর তীরে।


জানি তবু বৃষ্টি যদি আসে
কিশোরবেলার ভরা পুকুর খলবলিয়ে হাসে
এমন মধুর সুরের ছবি যায় না কেনা দামে॥