(ভাই রে) আগের দিন আর নাই
যাত্রাগান তো কালে খাইছে, কেমনে যে ফেরাই॥


আগে ছিল জাহানারা, জ্যোৎস্না ও শবরী
অমলেন্দু, স্বপনকুমার, তুষারের নাম স্মরি
শান্তিগোপাল, চপল রানি-  শ্রদ্ধা যে জানাই॥


যাত্রামঞ্চে আগে ছিল বেহুলা-সুন্দরী
এখন থাকে খেমটা নাচ আর ডানা-কাটা পরী
এসব দেখে লাজে মরি, কোথায় মুখ লুকাই॥


আগে ছিল শিরি-ফরহাদ, লালন ফকির পালা
উদোম নাচের উৎপাতে আজ কানে লাগে তালা
নদী বিনোদিনী কিংবা গিরিশ ঘোষ আর নাই॥


কোথায় গেলো ভাগ্যলক্ষ্মী, জয়দুর্গা অপেরা
কোথায় গেলো হ্যাজাক বাতি, মূলিবাঁশের বেড়া
ভেতরে আজ আঁধার-কালো, বাইরে যে রোশনাই॥


হারিয়ে গেছে যাত্রাগানের ঐতিহ্যেরই ধারা
কেমন বাঁচবে সংস্কৃতি হলে শেকড়-হারা
আগের মতো বিবেকের গান, শুনতে আরো চাই॥

মাটির সুর আর দেশেরই গান সবাই ভালবাসি
তখন আমার যাত্রাগানও হবে না আর বাসী
অশ্লীলতা হটিয়ে দিয়ে আসুন যাত্রাকে বাঁচাই॥