বিধীরে....আরে ও....ও.বিধীরে......
তুমি দিলেই যদি প্রেম এই অন্তরে দিলে না অধিকার,
ভালোবাসার মানুষ বিনা দোষো বসাইছে দরবার
..........(মনের মানুষ সাজানো ঘর পুরে করলো যে ছারখার


গরীব বলে দিলো না সে আমার প্রেমের মুল্য,
ও...সে পুতুল খেলার মতো আমার হৃদয় নিয়ে খেল লো,
আমায় ভালবাসার অপরাধে দিলো কারাগার,


কার কাছে যাই কেবা আমার উকিল বেরিষ্টার,
কেবা দেবে মুক্তি কেবা হবে জামিনদার
আমায় বিনা দোষে সাজা দিলো জ্বজ বেরিষ্টার