পিরিতি আরে ও রে পিরিতি
ও তুই আর কত কাল কান্দাইবি আমারে
ও তুই বছর বছর ভাঙ্গলি অন্তর নদী যেমন ভাঙ্গেরে,
আমার মত কান্দো না কেউ প্রেম পিরিতি করে,
.......প্রান বন্ধু রে,..........


যতো বার দেখেছি স্বপন
ততো বার বৈশাখী ঝর ভেঙ্গে দিলো মন,
এখন স্বপ্ন ভাঙ্গা ব্যথা বুকে নিয়ে ঘুরি
দেশ দেশান্তরে,
.........প্রাণ বন্ধুরে..........


কারে আমি করিব দোষী
নিজের দোষে দুই চোখেতে বইছে অথই নদী,
এখন কোন দেশে গেলে তার দেখা মেলে
বলে দাও না আমারে,
.......প্রাণ বন্ধুরে.............


যে পিরিতের নাইরে আদালত
সে পিরিতি কইরো না কেউ আমার অনুরোধ,
ওরে সঠিক বিচার করবে না তোমার
ওকিল মুক্তার জজ বেরিষ্টারে,
........প্রান বন্ধুরে.........