পিন্জীরার অচিন পাখি
একদিন তোরে দেবে ফাকি.....রে.
তারে ডাকলে সারা দেবে না.... দেবে না
এক পলকে উইড়া যাবে হইবে অচেনা
.......(পাখি)......


তিলে তিলে গড়ে ছিলাম সোনার এই সংসার,
এক নিমিসেই ছিন্ন হবে মায়ার চারি ধার,
(হায়রে.... মায়ার চারিধার)
সেই দিন রাখবে না কেউ খাট পালংকে
হইবে অচেনা,
...এক পলকে উইড়া যাবে হইবে অচেনা,(পাখ)......


কেউ বা আনবে আতর গোলাপ কেউ বা কাটবে বাঁশ,
দেখবে সবাই বলবে আমি শুধুই একটা লাশ,
(হায়রে....শুধুই একটা লাশ)
সেই দিন হইবে না কেউ সঙ্গের সঙ্গী  আমার আমি বিনা,
.....এক পলকে উইড়া যাবে হইবে অচেনা
.....(পাখি)......