যদি কখনো তোমার মনে জন্ম নেয় অহংকার
কবরের পাশে দাঁড়িয়ে চিন্তা করো বারে বার
কালকের আলোর পৃথিবী তোমার আজকে অন্ধকার,
কত যে ফকির বাদশাহ গেছে হাজারে হাজার (২বার)
কেঊ ফিরেনি তো আর,
তোমার কিসের অহংকার


মাটি থেকে সৃষ্টি তুমি মাটিতে হবে দাফন
আবার তুমি মাটি হতে পাবে পুনর্জীবন
তুমি পাবে পূর্নজ্জীবন)২বার,
রোজ হাশরে সেদিন তোমার হবে যে বিচার
কেউ তো খোদার রহমত ছাড়া হবে না তো পার
তোমার কিসের অহংকার ২বার)
কত যে ফকির বাদশাহ গেছে হাজারে হাজার
কেঊ ফিরেনি তো আর,
তোমার কিসের অহংকার


এই না স্বাদের দেহ তোমার গলে পঁচে যাবে
কত না পোঁকা সাঁপ বিচ্ছু তোমার দেহ খাবে
সেদিন তোমার দেহ খাবে
সেদিন রাসুল বিনা কেউ তো আপন হবেনা তোমার
আমল ছাড়া সবাই তোমায় করবে অস্বীকার
তোমার কিসের অহংকার(২বার)
কত যে ফকির বাদশাহ গেছে হাজারে হাজার
কেঊ ফিরেনি তো আর,
তোমার কিসের অহংকার