যখন শুনেছি তুমি গেছো ভুলে তখন
ভেঁসেছি কত চোখের জলে
এই ছাড়া আমার  ছিলনা উপায়
কোন দোষে ভুলে গেলি একবার জানতে চাই
রে বন্ধু... কোন দোষে ভুলে গেলি একবার
জানতে চাই


ভুল কি সবই আমার ছিলো তোমার কি ছিলো না
তবে কেন আমি কাঁদবো একা তুমি বলো না
কখনো যদি দেখা মিলে, পুশিতাম কি
আমার ছিলে, ওই বুকেতে অন্য কাউকে
কেমনে দিলে ঠাঁই,
কোন দোষে ভুলে গেলি একবার জানতে চাই
রে বন্ধু... কোন দোষে ভুলে গেলি একবার
জানতে চাই,


সুখেই তো তোমার থাকার কথা আজ  কেনো
যে সুখে নাই
গাড়ি বাড়ী অর্থ বিত্ত কোনই তো অভাব নাই
গুনী জনে কথায় বলে, কার মনে দুঃখ দিলে,
সে দুঃখ ফিরে আসে নিজের কলিজায়,
কোন দোষে ভুলে গেলি একবার জানতে চাই
রে বন্ধু... কোন দোষে ভুলে গেলি একবার
জানতে চাই,


ভালোবাসা মন দিয়ে হয় অর্থ দিয়ে নয়
এ কথার সত্যতা বুঝি পেয়েছো নিশ্চয়
তবু রে তুই থাক সুখে থাক, দেবনা তোরে
অভিশাপ,
আমার হৃদয় কান্দে তোর শুভ কামনায়,
কোন দোষে ভুলে গেলি একবার জানতে চাই
রে বন্ধু... কোন দোষে ভুলে গেলি একবার
জানতে চাই,