আমি কি করিব ভাঁড়া ঘরে ইয়ার কন্ডিশন লাগাইয়া
বাড়ির মালিক বাড়ি ছাড়তে কইলে যাইতে হবে ছাড়িয়া
সেদিন সং গো হবে ভবের খেলা
সাদা কাফন পড়িয়া,
কি করিব ভাঁড়া ঘরে ইয়ার কন্ডিশন লাগাইয়া


পইরা রবে জমিদারি ব্যাংকে জমানো টাকা
কোন কাজে আসবে না সব যেতে হবে একা
সে দিন ভুইলা যাবে স্বজন সুজন
দাফন কাফন করিয়া
কি করিব ভাঁড়া ঘরে ইয়ার কন্ডিশন লাগাইয়া


দু'দিনের এই ভবের খেলায় কিসের কর এতো বাহাদুরি
তুমি তো  এক নাটাই ওয়ালার উঁরান্ত রঙ্গিন ঘুঁড়ি
তুমি যতই হারাও মেঘের মাঝে
টানলে আসতে হবে নামিয়া
কি করিব ভাঁড়া ঘরে ইয়ার কন্ডিশন লাগাইয়া