দুঃখ যাহার সাথী রে সুখ যে তার কাছে মরিচিকা
তবু তারে দুর থেকে ভালবেসে যাবো
বুকে নিয়ে তার দেয়া শত ব্যথা,


কখনো ভাবিনী ওই বৈশাখী ঝর
ভেঙ্গে দিয়ে চরে যাবে স্বপ্নের ঘর
সাথী করে রেখে যাবে দুঃখ ব্যথা,


নদীর জ্বলে নদী ভাঙ্গে তবু জলই আপন তার
ভেঙ্গে দিয়ে অন্তর আমার আজ কেন সে পর
ওসে একবার ভা বলো না আমার কথা,