আশা ছিলো যাব আমি সোনার মাদিনায় (২বার)
নবীর দেশের ধূলি কণা মাখতাম সারা গায়
নবীর রও জার বালিকণাঁ মাখবো আমার গায়


হইতাম যদি পাঁখি আমি কবেই উড়ে যেতাম
যেথায় নবী থাকতো ধ্যানে সেই গুহা গিয়ে পরতাম
হাসান হোসেন খেলতো যেথায় বালুর বিছানায়


যেতাম আমি বদর ওহুদ খন্দকের ময়দান
যেথায় নবীর শহিদ হলো পবিত্র দান্দন
হাজরে আসওয়াদ চুমো দিবো যাব আরাফায়


নামাজ পড়বো যেথায় বেলাল মধুর আযান দিতো রোজ যেখানে দয়াল নবী দ্বীনের কথা বলতো
আমি  তাওয়াফ করব খা নায়ে কাবা যাব মদিনায়