আমার মরন হলে নদীর জলে ভেসে দিও
আমার মৃত্য লাশ,
যেন ঐ পাষাণী সমাধিতে ফুল দিতে এসে যেন ঝরাতে পারেনা দুটি চোখ,
প্রতিবেশী রেখো আমার এই অনুরোধ,


পাষানীর সভাব চিরদিন পাষানীই থাকে,
কখনো মায়ার নদী ভাসে না তার চোখে,
যদি ও তার ভাসে নয়ন সে তো মিছে শোক,  
...প্রতিবেশী রেখো আমার এই অনুরোধ,


সবার মাঝে করে বিরাজ মান অভিমান,
কখনো দেখিনি এমন হয় মানুষের অভিমান,
ও সে পাষাণ হাতে নিলো সে আজ কোন প্রতিশোধ,
.....প্রতিবেশী রেখো আমার এই অনুরোধ,