আমি হাই কোর্টেতে দেব বিচার
করব থানা পুলিশ সালিশ দরবার
তোমার বাড়ীর সামনে মানব বন্ধন
করব অনশন,
আমার অন্তর ভাঙ্গার চেষ্টা করলে করব আন্দোলন,
সখী,,,,,,,,করব আন্দোলন,


অন্তর আমার নয়তো পুতুল নয়তো কাঁচের বাসন,
নেহাত মাটি গড়া অন্তর সাত রাজার ধন রতন,
এখন চলবে না আর জবর দারী
জুলুম নির্যাতন,
সখী,,,,,,,,,,,করব আন্দোলন,


দুই নয়নের স্বপ্ন দিলা দিলা বাচার আশা
পাথর বুকে ফুল ফুটাইলা দিলা ভালবাসা
এখন করছো কেন ছল চা তরী
রক্ষক হয়ে শোষন,
সখী,,,,,,,,, করব আন্দোলন,