আমার বুকের মাঝে কি যে পোড়ার গন্ধ উঠেছে
তালাশ করে দেখি আমার হৃদয় পুঁড়েছে
আমার আপন জনা মনের ঘরে আগুন দিয়েছে,


বাহিরে লাগিলে আগুন এমনি নিভে যায়
অন্তরে লাগিলে আগুন নেভানো বড় দায়
সাত সাগড়ের সমস্ত জল..........দু'বার
সব আনিয়ে অন্তরে ঢাল,তবু জানি মনের
আগুন নাহি নিভেছে,


মন পোড়াঁতে জানে আপন মন জোরাঁতে না
সার্থে আঘাত লাগলে রেসে হয় যে অচেনা
ভাঙ্গিলে রক্তের বাধন................দু'বার
আপন থেকে ও হয়না আপন, ধরতে চেয়েও
মনে হয় অনেক দুরে রয়েছে,


আপন মানুষ পর হইলে যায় না তারে চেনা
চোখেঁর সামনে পরলে রেসে চোঁখ মেলে দেখে না
ভাবে না সে আপন জনা.............. দু'বার
কখনো তো তারে বিনা, তাহার দুখের দিনে
অন্য কেহো পাশে এসেছে,