তোমায় ফিরতে হতো না
যদি চাকরিটা আমি পেতাম।
আমাদের স্বপ্নটাও ভাঙত না
যদি তোমায় কাছে পেতাম।


তুমি চলে গেলে তাই
ভালোবাসায় তৈরি হয়েছে ক্ষত
চাকরির সন্ধানে ছুটছি রোজ
খুঁজেছি কাজ দিন রাত কত।


ঐ ছোট্ট গলিটাও হয়ত
মিশেছে কোনো বড়ো রাস্তায়,
ছোট্ট কাজ দিয়ে শুরু করা জীবনটাও
মিশে যাবে নিজেস্ব গতিময়তায়।


তাই তো  এ মন শুধু তোমাকেই পেতে চায় ...


হয়ত এ প্রেম হয়ে যাবে রূপকথা
তোমাকে পাওয়ার আশা করেছি অযথা
তোমার জীবন মঞ্চ থেকে পেয়েছি ব্যর্থতা
ভালোবাসা যেখানে শুধুূ, শুধু রূপকথা।


তবুও কি তুমি আজ ফিরতে?
চাকরি আমি পেয়েছি সামান্য একটি।
আমাদের স্বপ্নটা কি কখনো পেত বাস্তবতা?
সময়ের সাথে হারাচ্ছি, আমার গ্রীন টি।


ইটে গাঁথা বাড়িটাও বলছে শোনো
কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেও
নিজেদের মাঝে দেখা দিলে ফাটল
বেঁচে থাকার আর একতার গান গেও।


দূরত্ব বাড়লে বন্ধু ,শুধু
সম্পর্ক নষ্ট হয়,
হাজার দূরত্বের মাঝেও
ভালোবাসা একই থেকে যায়।


আজও এ হৃদয় শুধু তোমাকেই পেতে চায়......


আমার ভালোবাসা আজ হারিয়েছে সম্মান
মিলিয়ে গিয়েছে কোথায়, তার পৃষ্ঠটান?
তোমার ভালোবাসা পেয়েছে কি নতুন প্রাণ?
তোমরা ভালোবাসাকে কেন করো অপমান?