শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ,
সাদা সাদা কাশের বনে
চোখ জুড়িয়ে যায় ,
আয়রে তোরা আয় ।
শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ।
আকাশে ঐ মেঘের ভেলা
মৃদু হাওয়ায় ভাসে ,
ঝরো ঝরো বারিধারা
হঠাৎ নেমে আসে ;
শিউলি ফোটা ভোরের আলোয়
মন হারিয়ে যায় ।
আয়রে তোরা আয় ,
শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ।
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তা যেন হাসে ,
বর্ষা শেষে মন রাঙাতে
শরৎ ঋতু আসে ;
বনে বনে সবুজ শোভা
অঙ্গ দোলে বায় ।
আয়রে তোরা আয় ,
শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ।