ওরে আয় আয় আয় আয় আয়
আমাদের ছুটি ছুটি, চল নেবো লুটি ঐ আনন্দ ঝরনা
সোনা ঝরা খুশী ভরা মিষ্টি আলোর ওড়না


ঐ সাতরং রামধনু থেকে প্রজাপতি রঙ মেখে মেখে
ফুলে ফুলে স্বরলিপি লেখে, গা মা পা রে মা পা ধা নি সা সা সা
সারেগা রেগারে গামাপা মাপামা পাধানি ধানি পাধা নিসা
সারে গা মাপা মাগা রেগা মাপাধা মাধা গামা ধানি গাপা মাপা ধানিসা


ওই দূরে রাখালিয়া সুরে যে বাঁশী
পাহাড়ে তুলেছে ঢেউরে পাহাড়ে তুলেছে ঢেউ
নীল সবুজের কোলে দোলে দোদুল দোল
শিখে তো নেনা কেউ বন্ধুরে, শিখেতো নেনারে কেউ
ওই নীল পাখী নীর খুঁজে ফেরে
গানে গানে তোর প্রাণ যেরে, দুচোখে আকাশ ভরে নেরে |
গামাপা রেমাগা ধানিসা