ঝরা পাতা ঝরতে থাকে বলে তুমি নাও আমাকে
আমাকে কেন একটি বারো ডাকলে না  ?
লতা যেমন ফুল শাখাকে, ভালোবেসে জড়িয়ে থাকে
আমার হ’য়ে তেমনি কেন থাকলে না ?


সাগর দেখার ইচ্ছে নিয়ে তোমার নদী উতল হোলো
হায়রে তবু ভুল ঠিকানায় বালুর চরে মুখ লুকালো
সে ও তো যদি বৃষ্টি পেতো, ফল্গু হয়ে বয়ে যেতো
আমায় কেন তোমার কাছে রাখলে না  ?


চাঁপাকলি যেমন ডাকে, চৈতী রাতের ঐ হাওয়াতে
আমায় কেন একট বারও ডাকলে না
রাতের আঁধারে ঘিরলো তোমার
সঙ্গীহারা আকাশটাকে


লক্ষ তারা যতই জ্বলুক দুঃক তবু তার কি ঢাকে ?
চাঁদকে যদি পেতো বুকে তবেই সে রাত জাগতো সুখে
কেন আমায় সোহাগ রেণু মাখালে না ?
ঝিনুক যেমন মুক্তোটাকে বুকে করে ধরে রাখে
আমায় কেন তোমায় ক’রে রাখলে না