আমার ভষ্ম ছড়িয়ে দিওনা বিন্ধ্য বা হিমাচলে
ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা উদার বনাঞ্চলে
অথবা সাগর জলে নীল সাগরের জলে


যে পথে মানুষ যায় পায়ে হেঁটে ঘড়ে ফিরে আসে সারাদিন খেটে
আমার ভষ্ম ধুলো হয়ে থাকা তাদের চরণ তলে


এক মুঠো রোদ ছুড়ে দিয়ে বলি কখনো লুকায় মেঘে
তেমনই আমার এই কটি গান ঘুমাক নিমেষে জেগে
বুক ভরা যত আশা ভালবাসা দিল যত সুর যতটুকু ভাষা
যাদের প্রেরণা ছিল তার পিছে আমিও তাদেরই দলে  |