আঁকা বাঁকা সুরমা গাঙে ছাড়লাম ভাংগা তরি,
আমি কেমনে দেই পারি,
ওগো আমি কোন পথে যাই কেমনে কি করি


সুরমা রে তর রুপ যৌবনে  হইলাম দিওয়ানা
প্রেমের তরি বাইতে দিও,করিও না মানা,,
রং বেরঙ্গের দাড় পালাবো নীল পাল ধরি
ও আমি কেমনে দেই পারি।।


দুই পাড়ে তর কত লোকের হয় যে আনাগোনা
আমারে কেন নিরাশ করো, করো বাহানা,
এই পাড় ভেঙ্গে ঐ পাড় গড়ো, খেলছো কারিগড়ি
আমি কেমনে দেই পারি।।


শেখ আনোয়ারের এই আকুতি ঢেউ খেলিতে দিও
পরান ভরে দেখব তোমায়, দেখিতে দিও,,
এইবার দেখা না হইলে,যাবো আমি মরি,
ও দয়াল কেমনে দেই পারি।