তুমি এলে তাই
বৃষ্টির সাথে বেদনাও ঝরে গেলো
সন্ধ্যা তারায়
রজনীগন্ধা সে-ও-যে সুবাস ছড়ালো ।


পোড়া মনে আজ
বাজে বাঁশরিয়া সুরে সুরে মন ভরালো
চোখও তোমার
যেনো তারা হয়ে আঁধারে প্রদীপ জ্বালালো ।


আমার আকাশে
বেদনা মেঘের যতো ছিলো আনা-গোনা
সরে গিয়ে সব
সাতটি তারায় হয়ে গেলো জানা-শোনা ।


নিয়ে এলে তুমি
ওগো অরুণিত রাঙা প্রভাতের বেলা
ফিরে এলো তাই
হারানো সুরের কবিতা ছন্দ খেলা ।


ফিরোজ, মগবাজার, ২৮/০৪/২০২০