(অথৈ সাগরে দিক হারালে হতে হয় দিশেহারা
জন্ম আমারও পথ হারা পথে কাটতো হায় হতাম ছন্দহারা ।)


ওগো তুমি যে আমার জোছনা রাতের চাঁদ আঁধার রাতের তারা
নিমেষে জড়ালে ফুলের সুবাসে জীবন ভরালে দিয়ে শান্তিধারা ।


ওগো বিদিশার দিশা মিটে যায় তৃষা
জোয়ারে প্রেমের দুকূলহারা
ও সে অধরের হাসি বেদনার নাশি
নিশিরাত হলো তন্দ্রাহারা ।


ওগো তুমি যে আমার …


কাঁটা ভরা পথ দূরে ঠেলে ঘাত
আঁধারে জ্বালালে বাতি
ভরে দিলে সুখে সুধা দিয়ে মুখে
ওগো তুমি হলে চিরসাথি ।


বিহগের গানে মধু সুর তানে বেলা যায় সব ব্যথা হলো সারা
সাত রাগিনীর সুর তাল লয়ে বেজে ওঠে জেগে ওঠে ধ্রুবতারা ।


ওগো তুমি যে আমার …


ফিরোজ, মগবাজার, ২২/০৪/২০২০