নিয়তি ভিজালে দুচোখ
কার-বা সাধ্য রোখে তারে
অন্তর আমার ভিজে সারা
সে কথাটি বলবো কারে ।


অকূলের কিনারা ধরে
খুঁজি আমি দ্বারে দ্বারে
ঘরের কাছে বসে সেজন
দ্বারে দ্বারে খুঁজলাম যারে ।


চোখের কাছে থেকেও সে
দিলো না হায় আজো দেখা
অকূলে হারায়ে আমি
রইলাম পড়ে একা একা ।


এ জীবনে অপূর্ণ কাল
যদি আমি না পাই তাঁরে
ঘাটে ঘাটে ঘুরে ঘুরে
মরণ যদি হয় এ পারে !


ফিরোজ, মগবাজার, ০৭/০৫/২০২০