আমার অচিন মনের আকাশ ছোট
সাগরেরও কূল না পাই
কাছে আসলে সাগর ডুবে মরি
মন আকাশে জায়গা নাই ।


আমি ভাব-সমুদ্রে ঝাঁপ দিয়ে ভাই
অচিন ঢেউয়ে তীর হারাই
আমার অচিন ভাবের কূল না পাই
কাছে আসলে সাগর ডুবে মরি
মন আকাশে জায়গা নাই …


আমি দিনে রাতে ঘুরে মরি
হায় ভাবের ঘোরে ছটফট করি
আমার ভাবনা ঘরের কপাট আঁটা
বাইরে ফেরার খেই হারাই
কাছে আসলে সাগর ডুবে মরি
মন আকাশে জায়গা নাই …


সেই ভাব-সিন্ধুকের গহন তলে
আমার প্রেম-জোয়ারে নৌকা চলে
পালের হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
জীবন গেলো কূল না পাই
কাছে আসলে সাগর ডুবে মরি
মন আকাশে জায়গা নাই …


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২০/০৫/২০১৭