কাছে এসো, কাছে রেখো
কাছাকাছি দুটি মন
ভালোবাসা সারাক্ষণ
পাশে থেকো।


চাঁদের পালকিতে জোছনা জোয়ার
জোনাকি পিটপিট আলো ও আঁধার
বাতাস দোলনাতে ফুলেরা অদূর
আরো যদি বেজে ওঠে বাঁশরী মধুর
এমনি মুগ্ধক্ষণে কাছে থেকো
কাছাকাছি …


নদী ও ঝরনা খেলে খুনসুটি
গোধূলি দিগন্ত হেসে লুটোপুটি
ভালোবাসা যদি হয় এমনও মধুর
বয়ে চলে নদী কলকল সুর।


কাছে এসো, কাছে রেখো …


কখনও আকাশে যদি ওঠে ঝড়
ভাটাতে নদীর স্রোত খরতর
হাল ভেঙ্গে নৌকা হয় দিশেহারা
তখনও তোমার পাশে রেখো, কাছে থেকো


কাছাকাছি …


ফিরোজ, মগবাজার, ২০/০৭/২০২১