দাঁড়ায়ে থাকি আমি সব কিছু ভুলে
বিষ্ময়ে অনিমেষ আঁখি
মৃদু পায়ে পায়ে যখনি, তুমি এলে
দুটি মন এভাবে মেলে।


শুধু বাজে সুর হৃদয়ের গহন তলে
রিনিঝিনি নূপুরে ছন্দ
বাতাসে উড়ায়ে আঁচল, তুমি এলে
দুটি মন এভাবে মেলে।


দুচোখের দৃষ্টি তোমার ঘুরে ঘুরে যায়
সে দৃষ্টির অবশেষে ঠিকানা খুঁজে পায়।


চোখের তারায় তারায় কত যে ইঙ্গিতে ছলে
নিজে হারালাম নিজেকে ভুলে
মাধবী লতা হয়ে চুল দুলে দুলে, তুমি এলে
দুটি মন এভাবে মেলে।


ফিরোজ, মগবাজার, ০৮/০৯/২০২৩