এক যে ছিল নদী
সেই নদীর বুকে জল
নদীর জলে সাঁতার কেটে
চোখ যে টলমল ।


চোখের মধ্যে নদীর কান্না
নদীর মধ্যে চোখ
বাঁধন হারা নদীর ধারা
গলায় হলাহল
সেই নদীর জলে সাঁতার কেটে …


এক যে ছিল নদী
আর নদীর বুকে জল
সেই নদীর জলে সাঁতার কেটে
চোখ যে টলমল ।


কোন খেয়ালে নাও ভাসালাম
কোন ডিঙিতে ঘর ?
বেলা আমার যায় থেমে যায়
নদীই এখন পর ।


হৃদয় আমার ছন্নছাড়া
নিঠুর বুকে ছল
জোয়ার ওঠে নদীর পাড়ে
ভরা দেহে খল
সেই নদীর বুকে সাঁতার কেটে …


এক যে ছিল নদী
আর নদীর বুকে জল
সেই নদীর জলে সাঁতার কেটে
চোখ যে টলমল ।


ফিরোজ, মগবাজার, ০৭/০৪/২০২০