যদি চেতনায় ভুলে যাও আপনার আমি
বিনয়েও যদি হও নত
বরণের ডালা হাতে দাঁড়িয়েছে পাশে
ফুলে মউ, গানে প্রাণ, আরো শত শত।


অহং-এ সহন নেই জেগে ওঠে তৃষা
গরিমায় হরে লাজ চলে যায় দিশা
ভালোবেসে যদি দাও জীবনের দাম
হৃদয়ে হৃদয়ে ঠাঁই পেতে পারো তত।


প্রভাতে সুরেলা গানে কুহরা কোমল
কারুণিক গোলাপের সুরভী বিভোল।


নিজেকে বিলায়ে মম পরমে যতন
পাবে খুঁজে আপনারে স্বরূপে স্বপন
ভালোবেসে যদি দাও জীবনের দাম
অযুত হৃদয়ে ঠাঁই পাবে যথাযথ।


ফিরোজ, মগবাজার, ১৩/০৭/২০২৩