আছে যে-জন যেমন
সে-জন তেমন খুশি থাক্-না
নব্য রূপে গড়তে গেলে
ভেঙ্গে যাবে পাখনা ।


ও-রে তার এদিক সেদিক বাঁকা
একটুখানি ফাঁকা
গলায় তার সোনার মালা
নেই-রে ধারণ ঢাক্‌না ।


পাখায় যদি বাতাস লাগে
একটু সে-তো উড়বেই
হাওয়ায় হাওয়ায় এদিক ওদিক
একটু সে-তো ঘুরবেই ।


আহা সে যেমন বলে তেমন তালে হাওয়ায় দুলে
একটু দূরে যাক্-না
নাও মেনে নাও গড়ন ধরণ
সে চরণে যে চেহারা পাক্-না ।


ফিরোজ, মগবাজার, ০৮/০৫/২০২০