ভাল ছিল শিশু কাল মুখে ছিল হাসি
তাই দেখে কোলে তুলে নিতো সবে আসি।।


বড় হয়ে গেছি বলে সব অন্ধকার
পিছে ফিরে নাহি দেখে কেউ এক বার।
আলোকিত সেই দিন দূরে গেছে ভাসি।।

জীবনের এত জ্বালা প্রাণে নাহি সয়
যৌবনের এত শক্তি তবু লাগে ভয়।
এত কষ্ট কোথা হতে আসে রাশি রাশি।।


আশা বেঁধে মন জুড়ে চলি পথে ঘাটে
স্বপ্ন গুলো স্বপ্ন থাকে বুক তাই ফাঁটে।
একা বসে নিরালায় কাঁদি বারোমাসি।।


রচনা কাল : ২৩/১১/২০১৮ ইং