তুই সাঝের বেলায় আসলি নে ভাই
ফিরে গিয়ে তোর কথা শুধু বলে যাই।।


বাঁশবনে অপেক্ষাতে ছিলাম দাঁড়িয়ে
পশ্চিমা গগণে যায় সূর্য যে হারিয়ে।
আশ্বিণের মৃদু শীত ধরে এসে তাই।।


আজ তুই কত দূরে আয় ফিরে আয়
মন জুড়ে শুধু ব্যথা কে বলো রে চায়।
নিশিরাতে বাহুডোরে তোরে যেন পাই।।


রচনা কাল : ০২/১০/২০১৮ ইং