তোর হাসি দেখে আমি লাজে মরে যাই
ঘর ছাড়া হয়ে ঘুরি তোর পিছে তাই।।


বুঝে শুনে দিস ব্যথা সারা দিন ভরে
মন প্রাণ তাই শুধু ছটফট করে।
ভুলে গেলে প্রাণ হবে পুড়ে পুড়ে ছাই।।


কারো কথা শুনে যদি দেস তুই হাসি
মনে হয় ঘরে গিয়ে গলে দেই ফাঁসি।
মাঝে মাঝে স্বপ্ন দেখে কেন কষ্ট পাই।।


রচনা কাল : ২৫/০৯/২০১৮ ইং