স্বর্গ হতে পৃথিবীতে এলে কার জন্য
এত ভালবেসে কেন হয়ে যাই ধন্য।
হাসি ভরা মুখ খানি শুধুই ভাবায়
স্বর্গের হাসি আজও কেন শোভা পায়।।


মধুর কণ্ঠ কিভাবে নিয়ে এলে ভবে
আসার পথেই রেখে চলে আসে সবে।
মায়াবী রূপ তোমার বুঝেছি একাকী
ঢেকে রাখো তবুও তো দেখা নেই বাকি।
যেদিকে তাকায় মুখ শুধু দেখা যায়।।


সেদিন চাঁদের গায়ে দেখেছি তোমায়
সেদিন বর্ষার জলে মেতেছি ছোঁয়ায়।
বুঝতে নেই তো বাকি পাগলিটি কার
হাত ধরো মিলে যাবো দেরি নেই আর।
সাজাবো বাসর সুখে ছোট কোন গাঁয়।।


রচনা কাল : ১২/০৭/২০১৮ ইং