শৈশবের স্মৃতি আজ বুকে বাজে কত
এই বরই তলায় খেলা ছিল শত।।


বরই তলার ভিটা শূন্য পড়ে আছে
একদিন হৈ চৈ হত, আজ তাহা মিছে।
শৈশবের বন্ধুগন ছোট নেই আর
বড় হয়েছে সবাই, নিজে যার তার।
আমি আজ স্মৃতি ঘেরা, মন ভারাক্রান্ত।।


আজও বরই তলে স্বপ্নে খেলে যাই
শৈশবের মুখ গুলো হৃদয়ে ভাসাই।
জানি মোর মত কেহ ভাবেনা সে কথা
আমি আজ শুধু একা পেয়ে যাই ব্যথা।
সবে আজ কত দূরে আছে নিজ মত।।


রচনা কাল :
১৭/১২/২০১৭ ইং
৫ঃ১৯ পিএম।