রাতের আকাশে কেন পরীর মিতালী
কে সাজালো ছন্দ দিয়ে এমন গিতালী।।


পশু পাখি ফুল ফল কে দিল ধরায়
পাশা পাশি চলা ফেরা কে শিখাল হায়
জোড়ায় জোড়ায় কেন সাজালো গো ঢালি।।


মাথা আছে ভেবে দেখো পাবে সব খুঁজে
থেকো না গো তাকে ভুলে তুমি চোখ বুজে।


কত রঙে কত ঢঙে রুপ দিল ঢেলে
মুখে দিল নানা ভাষা তাতে সুর মিলে
চাঁদ, সুর্য, তারা দিল তবু তাকে ভুলি।।


রচনা কাল :
১২/১২/২০১৭ ইং
৫:৪২ পিএম।