ও মন ভুবন জুড়ে সুখ নাহি পেলি
মিথ্যে আশা মিথ্যে স্বপ্ন শুধু দেখে গেলি।।


সব ছেড়ে চলে গেলে বুঝবি সেদিন
পৃথিবীর মায়া গুলো তবু রবে ঋণ।
আপন মানুষ সব দূরে যাবে চলি।।


যত পাবি তত চাবি ভুবনের তরে
শেষে কিন্তু সব ছেড়ে যেতে হবে দূরে।
তাই অতি যত্ন করে সাজো শুণ্য ঢালি।।


রচনা কাল : ২৫/১২/২০১৭ ইং