নদী চলে ছলছল পাখি গান গায়
বনে বনে ফোটে ফুল কার ইশারায়।।


গরমের মাঝে দেহ যায় যেন পুড়ে
বায়ু আসে কোথা থেকে দেয় তনু জুড়ে।
মাটি হতে শস্য ফলে মাঠ ভরে যায়।।


সূর্য জ্বলে চাঁদ হাসে আসমান পরে
সেথা হতে আসে আলো পৃথিবীর তরে।
কোলে নিলে খোকা খুকি মিটিমিটি চায়।।


মুসলিম ঘরে শুনি কুরানের বাণী
যত ব্যথা থাকে মনে হয়ে যায় পানি।
সব কিছু যাই ভেবে বসে নিরালায়।।


রচনা কাল : ২৪/১১/২০১৮ ইং