মানুষের ভিড় ঠেলে যারে খুঁজে যাই
সেই আছে কত দূরে তার দেখা নাই।।


রৌদ্র মাঝে দেহ পোড়ে বৃষ্টি মাঝে ভেজে
দুঃখ নিয়ে মন তাই বসে থাকে সেজে।
পথহারা হয়ে আজ শুধু গান গাই।।


শহরের অলিগলি গ্রাম পথ ধরে
সব খানে খুঁজে মরি সারাদিন ভরে।
তৃষা পেয়ে বুক কাঁদে জল কোথা পাই।।


হারাবার কথা নাহি ছিল তার সনে
দুঃখ দিয়ে গেছে চলে দূর কোন বনে।
সুখী হোক বড় সুখী সেথা পেয়ে ঠাই।।


রচনা কাল : ২১/১১/২০১৮ ইং