কত পাখি ডানা মেলে বহু দূরে যায়
খাঁচার পাখিটি আর ছাড়া নাহি পায়।।


খাঁচার পাখির মত কেহ তো বোঝে না
শত যন্তণায় যেন বুক তো ভরে না।
সুখে যদি থাকে মন দুঃখ বোঝা দায়।।


হালকা শিশির পেলে ভরে না তো মন
যার নাই বুঝে নেয় কত বড় ধন।
পৃথিবী এমন কেন শুধু যে ভাবায়।।


রচনা কাল : ২২/১২/২০১৭ ইং