কে দিয়েছে ভালবাসা বিনা পয়সায়
কে খেলেছে শৈশবেতে মধুর মায়ায়
সে আমার মা জননী তার কথা কই
সারাক্ষণ তার পাশে আজ শুধু রই।।


রান্না হলে সাথে সাথে ভাত দিত মুখে
সোনা রুপা হিরে বলে হাসতো যে সুখে
অল্প ব্যথা পেলে আমি কাঁদতো যে সই।।


খেলা ছলে দূরে গেলে খুঁজে হত সাড়া
কাজ কাম ফেলে রেখে ঘুরতো যে পাড়া
আজো খোঁজে দূরে গেলে বড় আজো নই।।


রচনা কাল : ০৮/০৬/২০১৮ ইং