একটি দোয়েল পাখি পুষে আমি রাখি
সবে মোরে ছেড়ে গেছে ছাড়ে নি তো পাখি।।


আমার বুকের ব্যথা যত বার হাসে;
ততবার বুঝে গেছে,  তাই থাকে পাশে।
আমায় জিগায় শুধু কত ব্যথা পাও?
মাঝে মাঝে বলে যায় কিছু ব্যথা দাও
আমি বলি চুপ করো,  তা যে যত্নে রাখি।।


মানুষের প্রেম প্রীতি ছলনায় ভরা
পাখি গুলো পোষ মানে ভুলে না যে তারা।


আমি যদি মরে যাই কাঁদবে না কেউ
আগের মত দুলবে সাগরের ঢেউ।
শুধু কাঁদবে দোয়েল মোর পাশে বসে
স্মৃতি গুলো বুকে নিয়ে যাবে যেন হেসে।
উড়ে উড়ে কোনদিন ঝরাবে যে আঁখি।


রচনা কাল :
১৬/১২/২০১৭ ইং
১১ঃ৪৩ এএম।