এখনো হয়নি দেখা মায়াবী সে মুখ
ফোনে কথা বলে মন পেল বড় সুখ।।


এখনো হয়নি প্রিয় হয়েছে আত্মীয়
জানি না সে সুখ দুঃখে হবে কি না প্রিয়।
কেন তারে প্রতিক্ষণে ভাবি এত করে
শুধু জানি ভাল লাগে হৃদয় অন্তরে।
আহা! কত মিষ্টি কন্ঠ, শুনে কাটে দুখ।।


নীলিমার চাঁদ আজ আসে আঙিনায়
ব্যথিত হৃদয় খানি সুখে ভরে যায়।
অচেনা সুদূর দূরে যেন তার বাড়ি
মন চায় তবু যেতে সব কিছু ছাড়ি।
হাসি মাঝে স্বর্গ দোলে নাচে হৃদ মুখ।।


রচনা কাল : ৩০/০৬/২০১৮ ইং