একা পাখি উড়ে বনে সাথী খুঁজে যায়
হারাবার পরে তারে বলো কোথা পায়।।


তার সাথী বাঁধে জোড়া ভুলে গিয়ে সব
উঁচু ডালে বসে কত করে কলরব।
বোঝে নাহি সেই পাখি নাহি ফিরে চায়।।


কন্ঠে ফোঁটে কত কথা কান্না ভরা সুরে
দেখে সবে চোখ বুঝে যায় চলে দূরে।
নিরালায় বসে তাই ভাবে পাখিটায়।।


কোন দিন বুক তৃষা মিটবার নয়
তিলে তিলে জ্বলে পুড়ে প্রাণ হয় ক্ষয়।
রোদ বৃষ্টি সহ্য করে ঘুরে গান গায়।।


রচনা কাল : ০২/০১/২০১৯ ইং