আম্র বনে আম্র কুঁড়ি গাছ ভরে আসে
সুগন্ধেতে আম্র বন যায় যেন ভেসে।।


ভোমরের দল ছোটে এদিক ওদিকে
তাদের গুঞ্জনে ভরে যেন চারদিকে।
হলুদ হলুদ ফুল, দেখে মন হাসে।।


নানা জাত পাখি উড়ে  এ ডাল ও ডালে
তাই দেখে মন যেন উঠে দুলে দুলে।
এমন সুখের ক্ষণ আরো যেন আসে।।


রচনা কাল : ১২/০১/২০১৮ ইং