আকাশটা মেঘে ঢাকা পুর্ণিমা রাত
অন্ধকার ফুরে কি গো আসবে প্রভাত।।


কাগজের ফুল যদি কেহ দেয় হাতে
ফল হবে এই ভেবে রেখো না দু'হাতে
অন্ধকারে জ্বলে দেখো জোনাকি হঠাৎ।।


অশ্রু গুলো বর্ষা হয়ে যাবে নদী বয়ে
স্বপ্ন গুলো ভেঙে গেলে সাজো রঙ নিয়ে।
অন্ধকার যাবে দূরে ফুরালে সে রাত।।


রচনা কাল :
১৩/১১/২০১৭ ইং
৯:৫৬ পিএম।